বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় শহীদ সোহেল চত্বরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোরপরিষদ বরিশাল জেলা কমিটির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোরপরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সজল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, শখ রাসেল জাতীয় শিশু-কিশোরপরিষদ বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান নাসিম, মো. মাহিবুর রহমান মিরন, সুব্রতম জুমদার, আবুল বাসার বাদশা প্রমুখ।
এতে বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু এই বাংলাকে মুক্ত করতে আন্দোলন-সংগ্রাম ঘাত প্রতিঘাতের শিকার হয়ে ওই শাষক গোষ্টির কাছে মাথানত করেনি। ৭১’এর পরাজিত শত্রুরা সেদিন যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই ৭৫’এর কালো রাতে জোট হয়ে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করেছিল। সেময়ও শেখ রাসেল মনে করেছিল শিশু বলে হয়ত তাকে ওরা মারবে না। কিন্তু ঘাতকরা শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি। ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুর পরিবারকে বাচিয়ে রাখলে ওদের হয়ত একদিন বিচার হবে সেই কারনে রাসেলকে হত্যা করে। তাই আপনারা শেখ রাসেলের স্মৃতি বাচিয়ে রাখতে হলে মানুষের ভালবাসা অর্জন করা সহ সকলের কাছে আওয়ামী লেিগর ভাবমূর্তি উজ্জল করার জন্য কাজ করার আহবান জানান বক্তারা।
এদিকে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে বরিশালে আওয়ামী লীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সোমবার সকাল ৯টায় নগরের শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে এই শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, নগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর, বিসিসি প্যানেল মেয়র এ্য ভোকেট রফিকুল ইসলাম খোকন সহ অন্যান্যরা। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংঘঠনের সদস্যরা প্রর্যায়েক্রমে শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।