শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ সারা বিশ্বের ন্যায় ২৪ সেপ্টেম্বর শুক্রবার বরিশালের প্রায় ৩৭ টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট (এওয়াইডি) এর আয়োজনে পালিত হলো বিশ্ব জলবায়ু ধর্মঘট।
“গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপ” বিশ্ব জলবায়ু সপ্তাহ ঘোষনা করে।জলবায়ু পরিবর্তনের দাবীতে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে মানববন্ধনের মধ্য দিয়ে তারা বিশ্ব জলবায়ু সপ্তাহের কার্যক্রম শুরু করে। এ সময়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সদস্য এবং যুবদের সমন্বয়ে প্লেকার্ড, ফেস্টুন সমৃদ্ধ একটি পদযাত্রার আয়োজন করা হয়।
আযোজনের শুরু হয় মানববন্ধন থেকে এর পরে প্রত্যেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে নগরীর অশ্বিনী কুমার টাউন হল থেকে একটি পদযাত্রা শুরু করে বরিশাল শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে নগরীর শহীদ মিনারে অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়।
পরবর্তীতে তারা প্রধান সড়কে ২মিঃ বসে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে ধর্মঘট করেন।উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব সাইফুল হাসান বাদল,ইউনিসেফ বরিশাল প্রধান জনাব তৌফিক আহাম্মেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী,AYD সমন্বয়ক মনিরুল ইসলাম সোহান এবং বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ।
সংগঠনগুলো হলো লাভ ফর ফ্রেন্ডস,এস.এন ডি.সি,লাল সবুজ সোসাইটি, উচ্ছ্বাস,ভিবিডি,দি্ অডেশাস্, শালিণ্য,সেনারচর উন্নয়ন ফোরাম,এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি,বিবিডিসি,টারমাইট সোসাইটি, বি ইউ ডি এস,বিএমবিডিসি,ডি ওয়াই এস,মেডিসিন ক্লাব,কুয়াকাটা তরুন ক্লাব,ইয়ুথ এ্যাকশন সোসাইটি, দূরন্ত ফাউন্ডেশন, WWDDF,ভয়েস অব গার্লস, সহ ৩৭ টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা । তাদের এই কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ১৩ ( জলবায়ু বিষয়ে পদক্ষেপ) পূরণের লক্ষ্যে কাজ করে।