বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিতে র্যালি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ কমিশনার। মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে ‘আসুন সকলে মাস্ক পড়ি, একে অপরকে সুরক্ষিত রাখি’, ‘মাস্ক ব্যবহার করুন, নিজেকে বাঁচুন, অন্যকে বাঁচান’, ‘মাস্ক পড়ুন, সুস্থ থাকুন’সহ বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। র্যালিটি সদর রোড ও জেলখানা মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান, অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন এবং কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান জিকু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. ফজলুল করিম সহ পুলিশের ঊর্ধ্বতন ও বিভিন্ন কর্মকর্তারা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘আমরা দেখছি সারা বিশ্বে করোনার শুরু হয়েছে।
আমাদের দেশেও বেশ কিছু দিন থেকে করোনার মৃত্যু হার বেড়েছে। আর স্বাস্থ্য সুরক্ষায় ৮০ শতাংশ সুরক্ষা দেয় মাস্ক ব্যবহার। দুঃখজনক হলোও মাস্ক ব্যবহারের ক্ষেত্রে জনসচেনতা নেই, এটার প্রভাব আছে। তবে বাংলাদেশ পুলিশ শুরু থেকে করোনা মোকাবিলায় জনগণের সঙ্গে কাজ করেছে এবং মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ১ তারিখ থেকে লকডাউন এ কঠোর ভাবে পালন করা হবে। বর্তমান সময় করোনা প্রতিরোধ করতে পারি, তার জন্য সচেতনতামূলক প্রচার-প্রচারণাসহ ব্যাপক কর্মসূচি শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।
এরই অংশ হিসেবে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক এ র্যালি । তিনি আরো বলেন, করোনার প্রকোপ ঠেকাতে শুরু থেকেই পুলিশ ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছে। ১ তারিখ থেকে লকডাউন কেহ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না যদিও কেহ কোন প্রয়োজনে বের হন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে আগেই সতর্ক এবং সচেতন করেছেন।
এ বিষয়টি জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এরই অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ করোনার প্রকোপ ঠেকাতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। সমাবেশ শেষে পথচারী ও দোকানিদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট এবং বিভিন্ন যানবাহনে স্টিকার সাঁটিয়ে দেন পুলিশ কর্মকর্তারা।