শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি: সদ্য সমাপ্ত হলো প্রথম ধাপের ইউপি নির্বাচন। নির্বাচন শেষ হতে না হতেই বিভিন্ন যায়গায় শুরু হয়েছে নির্বাচন পরবর্তী সহিংসতা। হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও আগুন দেয়াসহ পাওয়া যাচ্ছে নানান অভিযোগ।
বরগুনায় নির্বাচনী জেরে মৃত্যুর হুমকি ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের আমজেদ মার্কেট এলাকার বাসিন্দা ইউনুস আলী মৃধার (৬০) বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে একটি ঘর ও কৃষি যন্ত্রপাতিসহ প্রায় ৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী ইউনুস আলী (৬০) বলেন, ইউপি নির্বাচনে বুড়ির চর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থন ও প্রচারণা করায় এই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থক নজরুল, দেলোয়ার, জাকির মোল্লাসহ ১৪-১৫ জন শুক্রবার রাত দেড়টার দিকে আমার বাড়িতে হানা দিয়ে ভাঙচুর করে।
পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে কৃষি যন্ত্রপাতিসহ ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি, আমার ছেলে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশকে জানিয়ে রেখেছি। বরগুনা থানার পুলিশ ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি সহ পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।