রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭(বালক) ফুটবল টূর্ণামেন্ট-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু হাসানাত মো.শহীদুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি ও প্রশমণ কর্মকর্তা আসাদুজ্জামান খান প্রমুখ। ফাইনাল খেলাটি লতাচাপলী ইউনিয়ন একাদশ এবং ডালবুগঞ্জ ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার উপজেলা পর্যায়ে ১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভাকে নিয়ে ১৪টি দলের অংশগ্রহনে টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এই ১৪টি দল থেকে ১৫ জন খেলোয়াড় বাছাই করে জেলা পর্যায়ের খেলায় অংশ নিবেন বলে জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক বলেন, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, জয়ের ধারাবাহিকতা রক্ষা করে জেলা পর্যায়ের খেলায় ভালো ফলাফল উপহার দিতে হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যখনই এই ধরনের টূর্ণামেন্টের আয়োজন করা হয়, জনগণ এভাবেই উৎফুল্ল হয়ে উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।