শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
অপহরণের পর হত্যা করে লাশ গুমের নিরাপদস্থান, মাদক বিক্রেতাদের নিরাপদ রুট, জুয়ার আসর, ইজিবাইক ছিনতাইয়ের পর অচেতন করে চালকদের ফেলে যাওয়া, সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাতে নিখোঁজের একদিন পর এক ব্যবসায়ীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী বার্থী এলাকা থেকে।
গৌরনদী উপজেলার বার্থী এলাকা এখন একটি আতঙ্কের জনপদে পরিনত হয়েছে। ওই এলাকায় একের পর এক অপরাধ সংঘটিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখনও ঘুম ভাঙ্গেনি। ফলে অপরাধীদের কাছে বার্থী এলাকা নিরাপদ রুটে পরিনত হয়েছে।
এমনকি ওই এলাকার আলোচিত কোন ঘটনারই রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। যেকারণে রহস্যে ঘেরা বার্থী এলাকা নিয়ে সচেতন বরিশালবাসীর মধ্যে নানাপ্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের নির্জন ফাঁকা জায়গার মধ্যে বার্থী একটি অন্যতম এলাকা। ফলে অন্য কোনস্থান থেকে হত্যা কিংবা অজ্ঞান করে রাতের আঁধারে এই নির্জন এলাকায় ফেলে রেখে যাচ্ছে অজ্ঞাতনামা অপরাধীরা। যার প্রতিটি ঘটনার তদন্ত চলছে।
তবে ক্লু বিহীন ঘটনা হওয়া প্রতিটি অপরাধের মুলরহস্য উদ্ঘাটনে সময় লাগছে। তিনি (ওসি) আরও বলেন, অপরাধীদের সনাক্ত করার মাধ্যমে নির্জন এলাকায় প্রযুক্তি ব্যবহারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা চলমান রয়েছে।