শনিবার, ০৫ Jul ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ভেজাল পন্য মজুদ ও মেয়াদ না থাকায় ভোক্তা অধিকারে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার(২৫এপ্রিল) সকালে উপজেলার মালিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র তথ্য সূত্র ধরে মালিপুর এলাকার বাসিন্দা সাবেক সেনাসদস্য সবুর হাওলাদারের বাড়ীতে জাতীয় ভোক্তা অধিকারের লোকজন অভিযান চালায়।
এসময় সেখানে মানহীন পন্য, মেয়াদের সীল ও বিএসটিআইয়ের সিল উদ্ধার করা হয়। এ সময় ব্যবসায়ী মাশিকুর রহমান কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
অভিযান পরিচালনা করেন ঝালকাঠি জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস। সাথে ছিলেন নলছিটি পুলিশ ফাড়িতে কর্মরত এএসআই এনামুল হক।