শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান বাউফলে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন বছরের প্রথম দিনেই বিচ্ছিন্ন দীপ অঞ্চলে সহকারী পুলিশ সুপার বাউফলে গাঁজাসহ ২৫ লাখ টাকা ও স্বর্নালংকার উদ্ধার নববর্ষে দেশীয় খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কলাপাড়ায় মামলায় স্বাক্ষী হওয়ায় পা ভেঙ্গে দিলেন বিবাদীরা
আমতলীতে বাসের চাপায় পিষ্ঠ হয়ে ব্যবসায়ী নিহত।মারা গেছে পাঁচটি গবাদী পশু।

আমতলীতে বাসের চাপায় পিষ্ঠ হয়ে ব্যবসায়ী নিহত।মারা গেছে পাঁচটি গবাদী পশু।

Sharing is caring!

 

বরগুনা প্রতিনিধিঃপটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্সের সামনে শ্রাবনী বাস গাড়ীর চাপায় পিষ্ট হয়ে গরু ব্যবসায়ী মজিবর তালুকদার (৫০) নিহত এবং আলী হোসেন ও টমটম চালক আল আমিন গুরুতর আহত হয়েছে। একই সাথে ওই টমটমে থাকা পাঁচ টি গবাদী পশু মারা গেছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ ও হেল্পার রুবেলকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটেছে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে।

জানাগেছে, পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের আলী হোসেন ও পুর্ব হেতালিয়া বাঁধের মজিবর রহমান তালুকদার গরুর ব্যবসা করেন। বুধবার আমতলী বাজার থেকে তিনটি গরু ও দুইটি ছাগল ক্রয় করে একটি টমটমে পটুয়াখালী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া ছালেহিয়া খানকায়ের সামনে বিপরীত দিক থেকে আসা শ্রাবনী পরিবহন (বরগুনা- ব-১১-০০১৩) টমটমটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে মুড়চে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী মজিবর তালুকদার নিহত এবং টমটম চালক আল আমিন (৩০) ও আরেক ব্যবসায়ী আলী হোসেন (৪৫) আহত হয়। একই সাথে ওই টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা যায়। খবর পেয়ে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে নিহত মজিবর তালুকদারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমতলী দমকল বাহিনী ও স্থানীয়রা আহত আল আমিন ও আলী হোসেনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহদাত হোসেন সংঙ্কটজনক অবস্থায় আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ এবং হেল্পার রুবেল হোসেনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী নেছার উদ্দিন বলেন, আমড়াগাছিয়া খানকায়ের সামনে অপরিকল্পিত ভাবে নির্মাণ করা স্প্রীট ব্রেকারের (গতিরোধক) কারনে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, স্প্রীট ব্রেকার উপর দিয়ে টমটম ও বাস গাড়ীটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, দুইজন আহত হয়েছে। একই সাথে ওই টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা গেছে।
আহত আলী হোসেনের ছোট ভাই মোঃ জহিরুল ইসলাম বলেন, আলী হোসেন ও মজিবব গরুর ব্যবসা করেন। আমতলী থেকে গরু কিনে টমটম বোঝাই করে পটুয়াখালী আসতেছিল। পথিমধ্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মজিবর নিহত হয়েছে এবং ভাই ও টমটম চালক আহত হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মজিবরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি আরো বলেন, ঘাতক বাসটি জব্দ ও হেল্পার গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।