মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
এম এইচ ফাহাদ!! অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা ভোলার তত্ত্বাবধানে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ ভোর ০৫.১৫ ঘটিকার সময় এস আই (নিঃ) মোঃ ফরিদ সঙ্গীয় এএসআই মনিরুল ইসলাম, এএসআই গুলজার হোসেন, এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ইলিশা কালুপুর সাকিনের চটের মাথা লঞ্চ ঘাট সংলগ্ন বেরিবাধ রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ফজলুল করিম সুজন (২২), পিতা-আবুল কালাম, মাতা-রোকেয়া বেগম, গ্রাম-কুমার ডোগা , থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এর হেফাজত হইতে ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবিষয়ে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ভোলা থানার পুলিশ প্রশাসন।