রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধিঃ ভুঁইফোড় গণমাধ্যমের ছড়াছড়ি আর ঘরে ঘরে সম্পাদকের এই যুগে আজ একটি অনলাইন নিউজ পোর্টালের শুভ সূচনা হয়েছে। চটকদার কোন সংবাদের শিরোনাম হতে নয়, হতে এসেছে নতুন এক সত্যের দেয়াল। এসেছে সব পর্দার আড়াল ছিন্নভিন্ন করে খুলে দিতে মতের সব ভিন্ন ভিন্ন দরজা।
‘সত্যের সাথে সন্ধি’ শ্লোগানে যাত্রা শুরু করা এই অনলাইন নিউজ পোর্টালের নাম ঢাকাপোস্ট.কম। বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বরগুনায় ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বরগুনা প্রেসক্লাবের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক।
জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং জেলা অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি আবু জাফর মোঃ সালেহ’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম তারিকুল ইসলাম, সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ এর সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস, জাফর হোসেন, বর্তমান সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রকিবসহ বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন খুব কমই গণমাধ্যমই আছে যারা কালোকে কালো আর সাদাকে সাদা বলে। ঢাকা পোস্ট তাদের স্লোগানের সঙ্গে দেয়া প্রতিশ্রুতিকে অক্ষরে অক্ষরে পালন করবে এমনটাই আমাদের প্রত্যাশা বক্তারা আরো বলেন, ঢাকা পোস্ট একটি নতুন গণমাধ্যম। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের সঠিক খবর সবার আগে প্রকাশ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে অগ্রনী ভূমিকা রেখে ঢাকা পোস্ট এগিয়ে যাবে বহুদূর। পাঠকের তথ্যের খোরাক যোগাবে ঢাকা পোস্ট। ঘনটার নেপথ্যের ঘটনা আর ফলোআপ রিপোর্টের মাধ্যমে সকল পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে ঢাকা পোস্ট- এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।