মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি চাওয়া মরনব্যাধি ক্যান্সারে আক্রন্ত আব্দুল জব্বার খান। জীবনের শেষ প্রান্তে এসে নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে চেয়েছিলেন তিনি। মৃত্যুর পর তাকে দেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা।
কিন্তু মুক্তিযোদ্ধা স্বীকৃতি মেলার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। গত বৃহস্পতিবার গুরুত্বর অসুস্থ হওয়ার পর তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল করেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
পরে আসর বাদ বরিশাল নগরীর কাশীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব বিল্ববাড়ীতে আসর বাদ মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মোঃ লিটন। গত ১১ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধার স্বীকৃতি চাওয়া মরনব্যাধি ক্যান্সারে আক্রন্ত আব্দুল জব্বার খান শিরোনামে বরিশালের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।