মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
আজ ৬ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা চিহ্নতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব ভূমি মন্ত্রণালয় মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর মোহাম্মদ অহিদুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সকল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ ও সহকারী কমিশনার ভূমি বৃন্দরা। সভায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত সমস্যা চিহ্নতকরণ বিষয় নিয়ে অতিথিরা আলোচনা করেন।