মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
এম এইচ ফাহাদ।। ভোলার পৌরসভার ৪নং ওয়ার্ডের গাজীপুর রোড যুব সংঘ এর আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (২০ জানুয়ারি) বুধবার সন্ধায় শহরে গাজীপুর রোডস্থ মোশাররফ চেয়ারম্যান এর খেলার মাঠে শুভ উদ্ভোদন এর আয়োজন করে উক্ত টুর্নামেন্টের আয়োজক কমিটি। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্ভোধন ঘোষণা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিয়ামোদী ব্যক্তিত্ব ও ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং সমাজ সেবক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীব। এসময় প্রধান অতিথির এক বক্তব্যকালে তিনি বলেন, খেলাদুলা ও বিনোদন একজন সুস্থ মানুষের জীবনকে সুন্দর মানষিকতার বিকাশ ঘটাতে পারে। তাই জহুরুল ইসলাম নকীব ভোলার তরুনসমাজ ও যুবকদের মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থেকে খেলাদুলা ও বিনোদনের প্রতি মনোযোগী হওয়ার আহব্বান জানান। এসময় উদ্ভোধনী ম্যাচের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ভোলা জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক বাবু গৌরাঙ্গ দেবনাথ,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুদ্দিন সামসু, টুটুল সৃতি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আমিন টুটুল সাবেক ওয়ার্ড কাউন্সিলর পলাশ শিকদার, ভোলা জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন প্রমুখ। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজক কমিটির পরিচালনার করেন মো.বাবুল এবং মো. বাবু। মোট ১৩টি এলাকা থেকে আগত ক্লাব সংগঠনগুলো এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলোয়াড় গন অংশগ্রহণ করেন বলে জানান গাজীপুর রোড যুব সংঘের আয়োজক কমিটি সদস্যগণ।