মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
বরিশাল জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে চেক বিতরণ করেন।
আজ ১১ জানুয়ারি সোমবার দুপুর ২ দিকে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরিশাল এর আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরিশালে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরিশাল এ, কে, এম শাহাবুদ্দিন আহমেদসহ অফিসের কর্মকর্তারা এবং প্রবাসী কর্মীর অবিভাবক ও সন্তানেরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পারে বিভিন্ন ক্যাটাগরীতে ৩১ জন মেধাবী সন্তানদের মাঝে ৬ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।