শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পটুয়াখলাীতে (DNC) এর অভিযানে মাদকসহ নিশা নামের ১ মাদককারবারি গ্রেপ্তার বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩ নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার স্কুল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন
ভোলায় গাজীপুর রোড ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় গাজীপুর রোড ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Sharing is caring!

মো. জাকির হোসেনঃ ভোলায় ২৫ ডিসেম্বর শুক্রবার গাজীপুর রোড ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা সেচ্ছাসেবক লীগ এর যুগ্ন আহবায়ক ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম জেলার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে, অনুষ্ঠিত ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলার প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও জেলা টুটুল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মইনুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম খোকন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর আলম,৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সালাউদ্দিন লিংকন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইফরানুর রহমান মিথুন মোল্লা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক প্রমুখ। শুক্রবার দুপুর ৩ টা থেকে রাত ১.৩০ ঘটিকায় পযন্ত টানা ডে-নাইট টুর্নামেন্ট খেলাটি পরিচালিত হয়। একদিনের ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট লীগে ভোলার বিভিন্ন পৌর ওয়ার্ডের থেকে আগত এলাকার মোট ১২টি দলে খেলোয়াড় গন মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন। ব্যাপক মনোরম পরিবেশে ও দর্শক সমাগম উপস্থিতিতে চির প্রতিদ্বন্ডীতা করে দুটি দল ফাইনাল খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় করে। উক্ত ফাইনাল খেলায় চির প্রতিদ্বন্দ্বিতা করে পৌর ৩নং ওয়ার্ডের কালীবাড়ি রোড চ্যাম্পিয়ন ট্রফি এবং ২নং ওয়ার্ডের গাজীপুর রোড রানার্সআপ ট্রফি জয়লাভ করেন। এছড়াও শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে ম্যান অব দ্যা ম্যাচে শিরোপা লাভ করেন গাজীপুর রোড রানার্সআপ দলের খেলোয়ার মো. নাহিদ। এবং ম্যান অব দ্যা সিরিজ শিরোপা অর্জন করেন মো. আলম। পরে আমন্ত্রিত প্রধান অতিথি মইনুল হোসেন বিপ্লব উক্ত খেলায় বিজয়ীদের টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি তুলে দেন। এছাড়াও উক্ত খেলায় আমন্ত্রিত অন্যন্য অতিথিদের মধ্যে উপস্তিত ছিলেন, সাবেক সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান মিজান,জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম, জেলার সেচ্ছাসেবক লীগ সদস্য মাকসুদ রহমান,সাবেক সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান ফাহাদ,এবং ছাত্রলীগ নেতা রায়হান সহ স্থানীয় এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ। পুরো টুর্নামেন্ট খেলার সার্বিক সহয়তা করেন মো.আলমগীর। ধারা ভাষ্যকার হিসেবে বিশেষ ভুমিকায় ছিলেন মো. মাকসুদুর রহমান ও মো.শান্ত। এছাড়াও সম্পুর্ন টুর্নামেন্ট খেলাটির নিরেপেক্ষতার সাথে আম্পায়ার এর দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম রাজিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD