বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বালু ভ‌র্তি কারগো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ
উজিরপুরে জিডি করায় প্রকাশ্যে ঘেরের মাছ লুট ও সবজি বাগানে তান্ডব

উজিরপুরে জিডি করায় প্রকাশ্যে ঘেরের মাছ লুট ও সবজি বাগানে তান্ডব

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি :: হুমকীর ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে উজিরপুর মডেল থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ প্রভাবশালী ভুমিদস্যুরা প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র, রামদা, চাপাতি নিয়ে অসহায় পরিবারের ভোগদখলীয় ঘেরের মাছ লুট ও সবজি বাগানে তান্ডব চালিয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়- উপজেলার শোলক ইউনিয়নের রামের কাঠী গ্রামের মৃত মহেন্দ্র নাথ মন্ডলের ছেলে মিন্টু লাল মন্ডল গংদের মাছের ঘের দখলের পায়তারা চালায় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছে একই গ্রামের শিশির কুমার শিকদার গংরা।

এ ঘটনায় মিন্টু লাল মন্ডল জীবনের নিরাপত্তা চেয়ে ২২ ডিসেম্বর উজিরপুর মডেল থানায় শিশির কুমার শিকদার গংদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিশির কুমার গংরা ২৩ ডিসেম্বর সকাল ৬ টার দিকে অসহায় মিন্টু লাল মন্ডল গংদের ভোগদখলীয় ঘেরের মাছ লুট ও কলা গাছ,পেপে গাছ,লাউ গাছ,আমরা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে তছনছ করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।

উল্লেখ্য, শোলক ইউনিয়নের ২৪ নং রামেরকাঠী মৌজায় ২৫৮ নং খতিয়ানের ৩৩৮ নং দাগে মোট ১ একর ১২ শতাংশ জমির মধ্যে মাছের ঘের করে শত বছর ধরে ভোগ দখলে করে আসছে মিন্টু লাল মন্ডল গংরা। ১৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে একই গ্রামের প্রভাবশালী ভূমিদস্যু শিশির কুমার শিকদার,প্রকাশ বাড়ৈ, জগদীশ চন্দ্র বাড়ৈ, নিহার বেপারী, গীতা শিকদার, ইলিয়াছ শিকদার, হরিপদ বাড়ৈসহ এক দল ভারাটিয়া সন্ত্রাসী মিলে দেশীয় ধারালো অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে পরিকল্পিত ভাবে ক্ষমতার দাপটে প্রকাশ্যে ঘেরের পারের সবজি বাগান ও ফলজ গাছ কর্তন করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকী দিয়ে উক্ত জমি দখলের পায়তারা চালিয়ে ছিল ওই ভুমিদস্যুরা।

জানা যায় বিরোধীয় জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা মোকাদ্দমা চলমান রয়েছে। এমনকী প্রতিপক্ষ শিশির কুমার শিকদার ইতিপূর্বে সহকারী জজ আদালতে দেওয়ানী ৩২/২০১৩ ইং একটি মামলা দায়ের করে। সে মামলাটি আদালত ২০২০ সালের ১৪ অক্টোবর খারিজ করে দেয়। এরপর আরো বেপরোয়া হয়ে প্রভাবশালী প্রতিপক্ষরা জমি দখলের নয়া মিশন চালায়। এমনকী ওই জমির উপরে আদালতে শিশির কুমার শিকদার গংরা অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করে। জারীকৃত নিষেধাজ্ঞা তারাই উপেক্ষা করে ভূল ব্যাখ্যা দিয়ে মিন্টু লাল মন্ডল গংদের মাছের ঘেরের পারে সবজি বাগান ও ফলজ গাছ কেটে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে জমি দখলের পায়তারা চালিয়েছিল।

এ ঘটনায় ১৯ ডিসেম্বর উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মিন্টু লাল মন্ডল বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছিল। ভুক্তভোগী পরিবার আরো জানায়- থানায় অভিযোগ দায়ের করায় শিশির কুমার শিকদার গংরা ক্ষিপ্ত হয়ে ২২ ডিসেম্বর বেলা ১১ টায় তাদের বসতবাড়ীতে ঢুকে প্রকাশ্যে খুন জখমসহ জমি থেকে উৎখাত করার হুমকী দেয়। হুমকীর ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় মিন্টু লাল মন্ডল একটি সাধারন ডায়েরী করেন।

একারনে ক্ষিপ্ত হয়ে ২৩ ডিসেম্বর বুধবার সকালে পুনরায় ঘেরের মাছ লুট করে এবং সবজি বাগানসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে শিশির কুমার শিকদার গংরা। সুত্রে জানা যায়- উক্ত জমি মিন্টু লাল মন্ডল গংদের পিতার নামে আর.এস, এস.এ পরচা হয় এবং সর্বশেষ বি,এস প্রিন্ট পরচা তার সন্তানদের নামে রেকর্ড সম্পাদন হয়। যাহার খতিয়ান নং ৮২১, দাগ নং ৬৫২ মোট জমি ১ একর ৫ শতাংশ। অভিযুক্ত শিশির কুমার শিকদার বিষয়টি এড়িয়ে যায়। ভুক্তভোগী পরিবার ওই মামলাবাজ প্রভাবশালী ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্ত্রির দাবি জানিয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD