রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
অনেক জল্পনা কল্পনা চলছে নেতা-কর্মীদের মাঝে কে হবে নৌকার মাঝি? এমন প্রশ্নের উত্তর খুজতে এম. বালিয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাদের সাথে কথা বলে জানা যায় ইউনিয়নের নেতাকর্মী এবং জনগণের অনুভূতি অনুযায়ী যেন নৌকার মাঝি মনোনীত করা হয়,, তিনজন প্রার্থী পক্ষে জনমত গড়ে উঠতে শুরু করছে তারা হলেন অ্যাড. নাজমুল ইসলাম নাসির,, এম. বারী বাদল এবং গোলাম সরোয়ার শাহিন। নেতাকর্মীদের কথা পরিষ্কার আওয়ামীলীগের রাজনীতির সাথে যিনি নিবেদিত তাকেই নৌকার মাঝি হিসাবে দেখতে চায়। আওয়ামীলীগের নিবেদিত প্রার্থী অ্যাড. নাজমুল ইসলাম নাসির,, অ্যাড. নাজমুল ইসলাম নাসির ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত কখনো দলের বাহিরে কাজ করেননি এমন কি বিগত দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি তবুও দলের বাহিরে কাজ করেননি বরং মনোনীত প্রার্থী পক্ষে কাজ করেছেন। প্রতিটি জাতীয় নির্বাচন এবং উপজেলা সকল নির্বাচনে তার ভুমিকা ছিল উক্ত ইউনিয়নে শীর্ষে। এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা গেছে তারাও অ্যাড. নাজমুল ইসলাম নাসির পক্ষে একাট্টা হয়েছে,, এলাকার শিক্ষকরা ও মনে করে নাজমুল ইসলাম নাসির উচ্চ শিক্ষিত তাই তার পক্ষে ই থাকবে তারা,,, এলাকার সাধারণ জনতার মুখে একটাই কথা সুখে- দুঃখে যাকে পেয়েছি তার পক্ষে ই থাকবো। এম. বালিয়াতলী ইউনিয়নের খেটে খাওয়া কৃষক শ্রমিক নাজমুল ইসলাম নাসির এর পক্ষে রয়েছে বলে জানান শ্রমিকরা। এলাকার তরুণ প্রজন্মের মধ্যে অ্যাড. নাজমুল ইসলাম নাসিরের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এম. বালিয়াতলী ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নাজমুল ইসলাম নাসির সাথে যোগাযোগ করে জানতে চাওয়া হয় আপনি মনোনয়ন কতটা আশাবাদী ? তিনি বলেন আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতি করি,, আমি কোনদিন দলের সাথে বেইমানি মোনাফিকি করিনি,, দলের দুঃসময় আমি কাজ করেছি উক্ত ইউনিয়নে,, সকল বিপদে আপদে জনগণের পাশে ছিলাম তার সাক্ষী উক্ত ইউনিয়নের জনগণ,,, গত নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছি পাইনি তারপরও দলের হয়ে কাজ করেছি,, আমি বিশ্বাস করি দলের নেতা-কর্মী ও জনগণের অনুভূতি উপলব্ধি করে আমাকেই মনোনীত করবেন,, আমি এটাও বিশ্বাস করি দলের জন্য কাজ করলে তার মূল্যায়ন হবেই এবং জনগনের প্রত্যক্ষ ভোটে বিপুল ব্যবধানে বিজয়ী হবো ইনশাআল্লাহ।