মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
আজ ১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা এইডস কমিটি বরিশালের আয়োজনে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমূহ এর বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ১ ডিসেম্বর ২০২০ বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে র্যালি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সুদিপ্ত, সহকারী পরিচালক (প্রশাসন) পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় বরিশাল ডঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, ডেপুটি সিভিল সার্জন বরিশাল ডাঃ মাহমুদ হাসান, ডেপুটি সিভিল সার্জন বরিশাল ডাঃ মুন্সী মোমিনুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিরা, এনজিও প্রতিনিধি সুধীজন উপস্থিত ছিলেন। অতিথিরা দিবসের তাৎপর্য ও এইডস প্রতিরোধে করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।