শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
রিয়াজ ফরাজী- বোরহানউদ্দিন প্রতিনিধি। ভোলার বোরহানউদ্দিনে ক্রিকেট খেলা কেন্দ্র করে ব্যবসায়ির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার উদয়পুর রাস্তার মাথার বাজার ব্যবসায়ি মোঃ জুয়েল ক্রিকেট খেলায় ডোনেশন করার কারনে খেলায় হেরে গিয়ে প্রতি পক্ষের হাওলাদার বাড়ির জিয়াদ, সায়েদ, তানজিদসহ সাত আটজন মিলে হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জুয়েল তার ব্যবসায় প্রতিষ্ঠানে ফিরে আসে। ব্যবসায়ি জুয়েল জানান, রবিাবর সকালে আমার স্ত্রী সহ বাড়ি থেকে বের হলে বাড়ির সামনে জিয়াদ, সায়েম, তানজিদসহ সাত আটজন মিলে আমার স্ত্রীর সামনে আমার উপর হামলা চালায় । পরে বিষয়টি বাজার ব্যবসায়ি সহ গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে জানানোর পর তারা আমাকে একাধিকবার হুমকি দিতে থাকে। অপরদিকে ঘটনার সুস্থ তদন্তসহ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন ভুক্তোভোগি জুয়েল। বিষয়টি নিয়ে অভিযুক্ত জিয়াদ এর সাথে একাধিক বার মোবাইল ফোনে চেষ্ঠা করেও তাকেঁ পাওয়া যায়নি। এই রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্থুতি চলছে।