বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
জেলখানার শ্লোগান হল “দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ ” তাহলে কিভাবে নিরাপদ থাকলো। বরিশাল জেল কর্তৃপক্ষ এ দায় এড়াতে পারেনা। দুর্নীতিতে নিমিজ্জিত একটি কারাগারের নাম বরিশাল কেন্দ্রীয় কারাগার। দুর্নীতিতে এমনই নিমজ্জিত তাই সম্প্রতি কারাগারে দুদক অভিযান পরিচালনা করেছিল।
হাসপাতাল ও ওয়ার্ড লীজ দেয়া হয় টাকার বিনিময়ে।এক প্যাকেট হলিউড ১২৫ টাকা কারা কেন্টিনে।সব জিনিষের মুল্য দেড় থেকে দ্বিগুন। বিনিময় ছাড়া কোন কাজ হয়না। বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে হানিফ নামে এক হাজতির ঝুলন্ত মরদেহ শনিবার উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ।
শনিবার ভোরে কারা অভ্যন্তরের হাসপাতালের বাথরুমে এ ঘটনা ঘটে। হানিফ খলিফার (৪০) গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। তবে বসবাস করতেন সদর উপজেলার চৌহুতপুর এলাকায়। হানিফের আত্মহত্যা এসব দুর্নীতির ফসল। ২০১৯ সালেও এক কয়েদী বরিশাল কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেন। বরিশাল কেন্দ্রীয় কারাগারে ২০১৯ সালের ১ মার্চ শুক্রবার দুপুরে দশ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কারাগারের ডিভিশন ভবনের রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় গামছা দিয়ে সে আত্মহত্যা করে। নিহত কবির সিকদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জামিরতলা এলাকার দলিল উদ্দিনের ছেলে।