মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ১নং ওয়ার্ড পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল সংলগ্ন কাশেম মূন্সির বাড়িতে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। যাতে করে ওই পরিবার প্রায় ১০জন আহত হয়েছে। হামলার শিকার আহত পরিবারের পক্ষ থেকে আবুল খায়েরের ছেলে কামরুল আহসান জানান – আমাদের ক্রয়কৃত জমির বুঝ না দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করেন একই এলাকার মৃত রতন আলীর খান’র পুত্র মহিউদ্দিন খান মনু’র পরিবার। যারই সূত্র ধরে গত বৃহস্পতিবার এলাকার নেছারিয়া জামে মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তায় নামলে আমার উপর অতকৃত ভাবে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী বিএনপি ক্যাডার মহিউদ্দিন খান মনু ও তার তিন ছেলে হান্নান হোসেন, শাওন , ও সাদিক। শুধু তাই নয় সন্ত্রাসীরা কামরুল আহসানের ও তার খালাতো ভাই (কাশেম মূন্সির ছেলে) আইউব আলীর পরিবার এবং তাদের বসত ঘড়ে ডুকে দরজা, গেট, জানালা কুপিয়ে হামলা চালায়। যাতে করে হামলায় গুরতর আহত হন কামরুল আহসান ও আইউব আলী সহ পরিবারের অন্যান্ন সদস্যরা। এঘটনায় বরিশাল কাউনিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানাগেছে। ভুক্তভুগী পরিবারের দাবী প্রশাসন যেন অতি দ্রুত অপরাধীদোর আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।