বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
চলমান শীতে করোনার দ্বিতীয় ঢেউ রোধে তৎপর অবস্থান নিয়েছে বরিশালের জেলা প্রশাসন। গণমানুষের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি মানাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে তারা।বিশেষ করে করোনা প্রতিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে গত কদিন যাবৎ।
জনগনের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে জেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজার নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।দুপুরে নগরীর সাগরদী বাজার ও রূপাতলী বাস স্ট্যান্ডেও অনুরূপ অভিযান পরিচালিত হয়। এর আগে গত বুধবার বরিশাল নদী বন্দর ও লঞ্চ ঘাটেও এ্কই উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার অভিযানে বিভিন্ন বাসের মাস্কবিহীন ৮জন যাত্রীকে ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একই সাথে মাস্কবিহীন যাত্রীদের মাঝে মাস্ক বিতরন এবং করোনার প্রকোপ থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাস এবং টিকেট কাউন্টারে ‘নো মাস্ক,নো টিকেট. নো এন্ট্রি’ লেখা ফেস্টুন বিতরন করা হয়।এছাড়া সাগরদী এলাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুজন ব্যক্তিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার অপরাধে সংক্রামক ব্যাধি প্রতিরোধ আইনে দুই হাজার তিনশো টাকা জরিমানা করা হয়।
এর আগে গত বুধবার রাতে বরিশাল নদী বন্দরে ঢাকাগামী বিভিন্ন লঞ্চে অভিযান চালিয়ে মাস্কবিহীন ৫জন যাত্রীকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল এই অভিযানে সহায়তা করেন।অভিযানে বরিশাল নদী বন্দরের যুগ্ন পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেণন।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানিয়েছেন, শীতে করোনার প্রকোপ পুনরায় বৃদ্ধির আশংকা করা হচ্ছে।জনস্বার্থে বিভিন্ন ধরণের কার্যক্রম অব্যাহত রেখে বরিশাল জেলা প্রশাসন এ অঞ্চলে করোনা প্রতিরোধে মাঠে থাকবে।