শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৌরসভার ৭নং ওয়ার্ডে দেশীয় অস্ত্র বানানো সরঞ্জামাদি সহ ২ জনকে আটক করেন থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় পুরাতন খেয়াঘাট থেকে দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন রফিক (৩৫) ও মো. নাছির (২৬)। উদ্ধারকৃত সরঞ্জামাদি মধ্যে রয়েছে বগি, চাইনিজ কুড়াল, চাপাতি, গ্রাডিং মেশিন। এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মাজাহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে পৌর ৭নং ওয়ার্ডের পুরাতন খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র বানানো সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র সহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। তিনি আরোও জানান, কে বা কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে জানায় পুলিশ।