বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় পাশের হার ৯৭ দশমিক ০৫। আর বিগত বছরের ন্যায় গড় পাশের হারে এবং জিপিএ-৫ এর বেলায় এবারেও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে। এ বছরে মেয়েদের পাশের হার ৯৭ দশমিক ৭২ ও ছেলেদের পাশের হার ৯৬ দশমিক ২৮। পাশাপাশি মেয়েরা ৩ হাজার ১০৫ টি জিপিএ-৫ পেয়েছে, যার থেকে ছেলেরা ৩ হাজার ৫২৫ টি জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেদের মোট জিপিএ-৫ ১ হাজার ৮০১ টি। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে ( ২৪ ডিসেম্বর) বেলা ১২ টায় সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক । বোর্ডের দেয়া তথ্যাঅনুযায়ী, ২০১১ সাল থেকে গড় পাশের হারে এবং জিপিএ-৫ এর বেলায় ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম জানান, এ বছর জেএসসিতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারই প্রথম চতুর্থ বিষয় পরীক্ষা না থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কম। তবে তুলনামূলকভাবে বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার বেশি। তিনি বলেন, মেয়েদের ভালো করার পেছনে বৃত্তি ও নিয়মিতো বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি মেয়েরা বাড়িতে সময় বেশি দিয়ে থাকে।