সোমবার, ১৪ Jul ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, জঙ্গিবাদ, চাঁদাবাজি, খুন-হত্যা, ধর্ষণ, প্রতারণাসহ সকল ধরণের অপরাধের বিরুদ্ধে অত্যন্ত সফলভাবে কার্যক্রম স¤পন্ন করে যাচ্ছে। সমাজের বিভিন্ন অপরাধ স¤পর্কে র্যাব-৮ তার সজাগ দৃষ্টি রাখছে।
বিভিন্ন প্রত্রিকা এবং সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গত ০৪ অক্টোবর ২০২০ তারিখে বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাটাজোর গ্রামের ছদ্মনাম আখি(১৬)কে প্রতিবেশী মোঃ সিরাজ বেপারী(৫০) জোর পূর্বক ধর্ষণ করেছে। ঘটনার পর থেকে আসামী মোঃ সিরাজ বেপারী(৫০) পলাতক ছিলো। এই সংবাদ প্রাপ্তিতে র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে, মোঃ সিরাজ বেপারী(৫০), পিতাঃ মৃত আরোজ আলী বেপারী, সাং- বাটাজোর, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল গত ০৪ অক্টোবর ২০২০ তারিখ দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকার সময় ছদ্মনাম আখি(১৬) শারীরিক প্রতিবন্ধী’কে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলাইয়া তার নিজ বসত ঘরের মধ্যে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির একটি আভিযানিক দল গত ১৭ অক্টোবর ২০২০ তারিখে রাত ২২.৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে উক্ত ধর্ষককে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ সিরাজ বেপারী(৫০) ঘটনার সত্যতা স্বীকার করে।
র্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।