শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : এবারের জেএসসির ফলাফলে পাশের হাড়ে এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন ভোলা জেলা আর সর্বোনিম্নে রয়েছে ঝালকাঠি জেলা। ভোলা জেলার পাশের হাড় ৯৮.৬৬ ভাগ এবং ঝালকাঠি জেলায় পাশের হার ৯৪ দশমিক১১। এবছর ভোলা জেলায় ২৮২ স্কুলের পরীক্ষায় মোট অংশগ্রহন করেন ২০ হাজার ১৫৪ জন। যারমধ্যে ছেলে ৯ হাজার ৪৭২, মেয়ে ১০ হাজার ৬৮২ জন। পাশ করেছে ১৯ হাজার ৮৮৩জন। যারমধ্যে ছেলে ৯ হাজার ৩২০ ও মেয়ে ১০ হাজার ৫৬৩ জন। এ জেলায় মোট জিপিএ পেয়েছে ৯৭০ জন, যারমধ্যে ৩৭০ জন ছেলে এবং ৬ শত জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা, যেখানে পাশের হাড় ৯৭.৬৯ ভাগ। এ জেলায় ১২ হাজার ৩১৪ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১২ হাজার ২৯জন। পাশের মধ্যে ছেলে ৫ হাজার ৫৬৯ জন ও মেয়ে ৬ হাজার ৪৬০ জন। এ জেলায় মোট জিপিএ পেয়েছে ৫৭১ জন। তৃতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা, যেখানে পাশের হাড় ৯৭.২২ ভাগ। এ জেলায় ১৯ হাজার ৬১৬ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১৯ হাজার ৭১জন। পাশের মধ্যে ছেলে ৯ হাজার ৪০৭ জন ও মেয়ে ৯ হাজার ৬৬৪ জন। এ জেলায় মোট জিপিএ পেয়েছে ৬০৬ জন। অপরদিকে চতুর্থ স্থানে রয়েছে বরিশাল জেলা, যেখানে পাশের হাড় ৯৭.০৩ ভাগ। এ জেলায় ৩৭হাজার ৬৮২ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৩৬ হাজার ৫৬৪জন। পাশের মধ্যে ছেলে ১৬ হাজার ৭৩১ জন ও মেয়ে ১৯ হাজার ৮৩৩ জন। এ জেলায় মোট জিপিএ পেয়েছে ২ হাজার ১৪ জন। পঞ্চম স্থানে রয়েছেপিরোজপুর জেলা, যেখানে পাশের হাড় ৯৬.২৪ ভাগ। এ জেলায় ১৪ হাজার ৫০৪ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১৩ হাজার ৯৫৯জন। পাশের মধ্যে ছেলে ৬ হাজার ১১৯ জন ও মেয়ে ৭ হাজার ৮৪০ জন। এ জেলায় মোট জিপিএ পেয়েছে ৪৮২ জন। আর সর্বোশেষ অবস্থাানে থাকা ঝালকাঠি জেলায় পাশের হার ৯৬ দশমিক ২৪। এ জেলায় ১০ হাজার ৫৮৭ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৯ হাজার ৯৬৩ জন। পাশের মধ্যে ছেলে ৪ হাজার ৪২০ জন ও মেয়ে ৫ হাজার ৫৪৩ জন। এ জেলায় মোট জিপিএ পেয়েছে ২৬৩ জন। যারমধ্যে ৮৩ জন ছেলে এবং ১৮০ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।।