বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ চানপুর ইউনিয়নের পাটনিঘাটা বাজার থেকে ৫পিচ ইয়াবা সহ মিজানুর রহমান সোহাগ (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় ওই যুবকের অতর্কিত হামলায় এস,আই মেহেদী হাসান আহত হয়েছে। এস,আই মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, আজ বিকেল সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাটনিঘাটা বাজারে অভিযান চালিয়ে বেল্লাল হোসেন হাওলাদারের ছেলে সোহাগকে আটক করা হয়। এসময় সোহাগ এস,আই মেহেদী হাসানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সাথে থাকা ইয়াবাগুলি পুকুরে ছুরে মারেন। তখন এস,আই মেহেদী হাসান ও এ,এস,আই অনিমেষ সোহাগকে আটক করে ৫ পিচ ইয়াবা উদ্ধার করেন। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ আবিদুর রহমান জানান, সোহাগকে ইয়াবা সহ আটক করা হয়েছে। তার হামলায় এস আই মেহেদী হাসান আহত হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।