বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে রোগীর সাত দালাল কে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকের পর তাদের কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়৷
আটককৃতরা হলেন, নাদিম (৪০),সনিয়া (২৪),তানজিলা (১৮),আসমা (৩২),মনিরুল ইসলাম (৩০), জহিরুল হক খান (৩০), বাবুল খান (৩৫)।
এর মধ্যে জহিরুল হক খান ও সনিয়া কে সাত দিনে করে এবং বাকি ৫ জনের প্রত্যেকে একমাসের কারাদণ্ড দিয়েছেন বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট আলী সুজা’র ভ্রাম্যামান আদালত।
আটক ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নগর ডিবি পুলিশের এসি নরেস চন্দ্র কর্মকার৷