বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আজ (৩০) সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীর চাকুরী থেকে অবসরজনিত কারণে বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয়।
সম্বর্ধনা অনুষ্ঠান বরিশালের জেলা প্রশাসক এস,এম, অজিয়র রহমান এঁর সভাপতিত্বে অনুষ্ঠীত হয়। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্হানীয় সরকার মো.শহীদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শহীদুল ইসলাম,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজীব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেনসহ, বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনারবৃন্দ।