বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন, ‘দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্বাচন একটি বড় ধরনের আয়োজন। এখানে স্থানীয়ভাবে কর্মীদের মধ্যে কোথাও কোথাও উত্তেজনা থাকবে না, এটা একেবারেই আশা করা যায় না। সব নির্বাচনেই এসব থাকে। নির্বাচন বানচাল করার পরিস্থিতি, পরিবেশ নেই। এছাড়া কারো সাহসও নেই।’
শনিবার বিকেলে ময়মনসিংহের টাউনহল তারেক স্মৃতি মিলনায়তনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান সিইসি।
নুরুল হুদা বলেন, ‘২৩ তারিখে একটি কমিশন মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত নেয়া হবে। আদালতের বিষয় বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেয়া হবে।’