মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
বরিশাল নগরীর ঐতিহ্যবাহী জেল খাল এর সংস্কার কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ তারিখ সোমবার সকালে নতুল্লাবাদ ব্রিজ থেকে সংস্কার কাজ শুরু হয়। পুরো জেলখাল সংস্কার করতে দুই তিন দিন সময় লাগবে বলে জানা যায়। জেলখাল সংস্কারের উদ্যোগ কে স্বাগত জানিয়েছে নগরবাসী। কিছুদিন আগে নবগ্রাম রোড এর খাল সংস্কার হয়েছিল। এরই ধারাবাহিকতায় নগরীর আরো বিভিন্ন খাল সংস্কারের কাজ শুরু হবে বলে জানা যায়।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন আমরা পর্যায়ক্রমে বরিশালের সমস্ত খাল সংস্কার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করব। এর সাথে জনগণকে সচেতন হতে হবে যাহাতে খালের দুই পাড়ে ও খালের মধ্যে কোন প্রকার ময়লা-আবর্জনা ফেলা না হয় । উল্লেখ্য যে বছরের নির্দিষ্ট একটি সময়ে খালগুলি সংস্কার করা হলেও জনগণের অসচেতনতার কারণে নগরীর খালগুলি ময়লার ভাগাড়ে পরিণত হয় যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।