মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
বরিশাল মেট্রোপলিটন ডিবির ডিসি মো. মনজুর রহমান (পিপিএম)এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামিম,ইন্সপেক্টর হরিদাশ এর নেতৃত্বে ডিবির এসআই মহিউদ্দিন ও তার সহকর্মীদের সহযোগীতায় বরিশাল সিটি কর্পোরেশন এর বাটার গলি রোড এলাকা হইতে ০৮ জন রোগীর দালালকে আটক করা হয়েছে।
দালাল আলমগীর, মাসুম,সাবু,হানিফ,আনোয়ার, শাহিন, জামাল,আনোয়ার চিন্হিত রোগীর দালাল। ডিবি সূত্র জানায়, এরা গ্রাম থেকে আসা সাধারণ রোগীদের কে ভুল বুঝাইয়া নিম্মমানের কথিত ডাক্তার ও ডায়োগনিষ্ট সেন্টারে নিয়ে বিভিন্ন অপ্রয়োজনীয় টেষ্ট করিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। যার ফলে রোগীরা সঠিক চিকিৎসা ছাড়া বঞ্চিত হয় এবং আর্থিক ভাবে সর্বস্বান্ত হয়।
পরে বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।