মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার উজিরপুর থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন উত্তর সাতলা সাকিনস্থ মোঃ মহিউদ্দিন বিশ্বাস মহিম নিজ বসত ঘরের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ আনুমানিক রাত ০২.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টেরপেয়ে আসামী পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব সদস্যরা উক্ত স্থানে তল্লাসী করে ১,৯৪০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১,৯০,৯৩০ টাকা উদ্ধার করে। স্থানীয় জনসাধারণ এবং স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামীর নাম মোঃ মহিউদ্দিন বিশ্বাস মহিম(৩০), পিতা- মৃত মন্নান বিশ্বাস, সাং- উত্তর সাতলা, থানা- উজিরপুর, জেলা- বরিশাল বলে জানা যায়। উল্লেখ্য আসামী মোঃ মহিউদ্দিন বিশ্বাস মহিম(৩০) এর নামে পূর্বে ০২ টি মাদক মামলা আছে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।