সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৮৭০ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১২৯ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৫৩ জন ব্যক্তি। আজ ১৮ আগস্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মী, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত আলেকান্দা, কাউনিয়া ও বিএম স্কুল রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৩ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, ১ জন স্টাফসহ মোট ৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ৮৪৫ জন নারী এবং ২০২৪ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৫০ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২১৩৭ জন, ৫০ থেকে তার উর্ধে ৫৮৭ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২৪ বছরের শিশু এবং ৭০ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ২০৪০, সদর উপজেলা ৩৯ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৪, জাগুয়া-৪, চরকাউয়া-৮ এবং চরমোনাই-৭, কাশিপুর-২, চরবাড়ীয়া-২), উজিরপুর ১৫২ জন, বাকেরগঞ্জে ১১৮ জন, বাবুগঞ্জ ১০৫ জন, গৌরনদী ১০২ জন, আগৈলঝাড়া ৭৭, মুলাদী ৬৯ জন, বানারীপাড়া ৬৮ জন, হিজলা ৪৮ জন, মেহেন্দীগঞ্জ ৪৮ জনসহ মোট ২৮৭০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অদ্যাবধি এ জেলায় ৫৩ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ৩ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ৩ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, রুপাতলী হাউজিং এস্টেট এলাকার ১ জন, নতুন বাজার এলাকার ১ জন, মুসলিম গোরস্থান রোড এলাকায় ১ জন, ২৩ নম্বর ওয়ার্ড সাগরদী এলাকায় ২ জন, কাউনিয়া এলাকার ১ জন, অপদা কলোনির বাসিন্দা ১ জন, নবগ্রাম রোড এলাকার বাসিন্দা ১ জন, সদর রোড এলাকার বাসিন্দা ১ জন সদর, বরিশাল সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ১ জন, বিএম স্কুল রোড এলাকার ১ জন, উপজেলার ১ জন, পুলিশ লাইন ১ জন, শায়েস্তাবাদ ইউনিয়নের ১ জন, মুলাদী উপজেলায় ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ৪ জন, বানারীপাড়া উপজেলায় ২ জন, উজিরপুর উপজেলায় ৪ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ১ জন। আজ স্বাস্থ্য বিভাগের ৩ জনসহ মোট ৩৭১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার ৩ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।