সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
১৯৭৫ সালের আগস্ট ১৫ আগস্ট ভোরে নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলার সহ-সভাপতি, বরিশাল -৫ (সদর) আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম -এমপি’র পক্ষ থেকে তার সংসদীয় এলাকায় বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ১৫ আগষ্ট সকাল ৮ টায় বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও বিকেলে আসর বাদ বরিশাল নগরীর করিম কুটির মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া সদর উপজেলার ১০ টি ইউনিয়নে দুটি করে মসজিদে কোরআন তেলওয়াত ও বাদ আসর দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।