শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর প্রধান প্রধান রাস্তাঘাটে বেহাল দশা,ঘটছে প্রতি নিয়ত ছোট বড় দূর্ঘটনা। বরিশালের অন্যতম সড়ক রুপাতলী, সদর রোড,নথুল্লাবাদ,বটতলা,চৌমাথা,নবগ্রামে রোড সহ প্রতিটি রাস্তা ভেংগে গেছে। বরিশাল সিটি কর্পোরেশন এর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস এর সামনে সি এন্ড বি রোডে ঘটছে দূর্ঘটনা ইতিমদ্ধে ২ টি অটো উল্টে যাত্রী আহত হয়েছে। সেই সাথে রাস্তায় গাড়ি আটকে পরে যানজট এর সৃষ্টি হচ্ছে। সরেজমিনে প্রদর্শন শেষে জানা গেছে এমন রাস্তাঘাটের জন্য গাড়িচালক ও যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এছাড়া সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। তখন দূর্ঘটনা আর বেড়ে যায়। যাত্রী সাধারণ ও গাড়িচালকেরা এই দূর্গতি থেকে মুক্তি চায়,তাদের মতে দ্রুততার সহিত রাস্তা মেরামত না করলে একেবারে অনুপযোগী হয়ে যাবে রাস্তা।উক্ত কার্যক্রমে প্রশাসন এবং সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করছে সচেতন নাগরিক বাসী।