শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: “নির্বাচনী প্রচারণার নামে ইদানিংকালে বিএপির প্রার্থী ও তাদেও সমর্থকগণ মিথ্যাচার করছে। এয়াড়াও বাসায় বাসায় গিয়ে সাম্প্রদায়িক উষ্কানি দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এসময় নেতৃবৃন্দ ফজলে হোসেন বাদশা’র নেতৃত্বে রাজশাহী সদরের উন্নয়নের রূপরেখা তুলে ধরে বলেন, আওয়ামী নেতৃত্বাধীন সরকারের প্রতিশ্রুতি মোতাবেক রাজশাহী-২ আসনের জননন্দিত সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন এবং সিটি মেয়র জননেতা খায়রুজ্জামান লিটনের যৌথ উদ্যোগে রাজশাহীতে উন্নয়ন ঘটেছে আকাশছোঁয়া। কিন্তু তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে নিজেদের বলে চালিয়ে ধানের শীষে ভোট চাওয়া হচ্ছে। সুপরিকল্পিতভাবে রাজশাহীর মানুষের মনে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যা নির্বাচনী আচারণ বিধিকেও প্রশ্নবিদ্ধ করে। লেভেল প্লেয়িং ফিল্ড মানে যদি বিএনপির এসব মিথ্যাচার, সাম্প্রদায়িক উস্কানিকে বৈধতা দেয়া হয়ে থাকে, তবে রাজশাহী সদরের ছাত্র-জনতা মেনে নিবে না। এই মিথ্যাচার এবং সাম্প্রায়িক উস্কানির বিরুদ্ধে রাজশাহীর ছাত্র-জনতাকে সোচ্চার থাক থাকতে হবে।”
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর ২৯নং ওয়ার্ডে রাজশাহী-২ আসনে ১৪ দলের মনোনীত এবং মহাজোট সমর্থিত প্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশার পক্ষে প্রচারকালে এই আহ্বান জানান বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ।
এসময় প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, রাজশাহী মহানগর সভাপতি এই্চএম জুয়েল খান, রাজশাহী সাধারণ সম্পাদক স¤্রাট রায়হান, বঙ্গবন্ধু কলেজ শাখার সভাপতি হাসিবুল ইসলাম হিমু, সাবেক ছাত্র মৈত্রী নেতা সারোয়ার জাহান রনি সহ ২৯নং ওয়ার্ড ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ।
অন্যদিকে বেলা ১২টায় রাজশাহী মহানগরীর কাজলা গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ ছাত্র মৈত্রী উদ্যোগে জননেতা ফজলে হোসেন বাদশার পক্ষে গণসংযোগ করে রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, রাজশাহী মহানগর কমিটির সভাপতি এএইচএম জুয়েল খান, রাজশাহী মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ওহীদুর রহমান ওহী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠক জাকির হোসেন, এজাজ আহমেদ, শামসুজ্জোহা সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।