শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়ন ৭ ৮ ৯নং ওয়ার্ড পানিতে বন্দি, বিখ্যাত দার্শনিক আরজ আলী মাতুব্বর পাবলিক লাইব্রেরী আজ হুমকির মুখে এই গ্রামের একটিমাত্র রাস্তা তা আজকে কীর্তনখোলা নদীর বুকে বিধ্বস্ত হয়ে গেছে। এগ্রামের সাধারণ জনগণ বরিশাল শহরে যাবার মত শেষ সম্বল হলো ইঞ্জিন চালিত নৌযান দুইটি ওয়ার্ডে জনগণ ইঞ্জিনচালিত নৌকায় যাতায়াত ব্যবস্থা সচল রেখেছে। উত্তর লামচরী ও দক্ষিণ লামচড়ি জনগণ সাংবাদিকের এক সাক্ষাৎকারে বলেন এত ক্ষতিগ্রস্ত মাঝেও আমাদের ইউনিয়নের জনপ্রতিনিধি খেয়াল নেই। এসময় এলাকার খেটে খাওয়া দিন মজুর মেহনতী মানুষের দাবি তোলেন কীর্তনখোলা নদীর কবল থেকে মুক্তি দেওয়ার জন্য। তারা আরো বলেন বরিশাল শহর থেকে চরবাড়িয়া পর্যন্ত অতি দ্রুত টেকসই বেড়িবাঁধ বাধার দাবি তোলেন।