বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অধ্যক্ষ পদে টানা ২৯ মাস দায়িত্ব পালনের পর সরকারি চাকুরি থেকে অবসরে যাচ্ছেন প্রফেসর শফিকুর রহমান সিকদার।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, তিনি শনিবার বিএম কলেজের ৬৫তম অধ্যক্ষ হিসেবে বিএম কলেজ থেকে অবসর গ্রহণ করবেন।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার জানান, ১৯৬১ সালের পহেলা জুন ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন তিনি। সপ্তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান এবং ২০১৮ সালের পহেলা জানুয়ারী বিএম কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন।
অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান সিকদার একজন ধার্মিক,দানশীল, পরোপকারী, মানবতাবাদী, নীতিবোধসম্পন্ন এবং শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক। বি এম কলেজে কর্মকালীন সময়ে তিনি ছাত্র ছাত্রীদের কল্যান সাধনই তার ব্রত হিসেবে গ্রহণ করছিলেন। সাধারণত শিক্ষার্থী, শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ, সুধীজন,পদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে তার ছিলো আত্মীক সম্পর্ক। তার নেতৃত্বে বি এম কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে ২য় স্থান অধিকার করেছে।
তিনি সরকারি বি এম কলেজে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, সেনিটেশন ব্যবস্থা কার্যকরী করা, ছাত্রীদের জন্য নতুন বাথরুম নির্মান ও সংস্কার, ৩টিপাকা ব্যাড মিন্টন কোর্ট তৈরি, ছাত্রীনিবাসে একটি স্থায়ী পাকা মঞ্চ নির্মান, উচ্চ মাধ্যমিকের জন্য একটি একতলা ক্লাসরুম নির্মাণ, বিভাগ ভিত্তিক সেমিনার ও কর্মশালার আয়োজন, মসজিদ এবং শিক্ষক সম্মেলন কক্ষে এসি প্রদান, ছাত্র ছাত্রীদেরকে আইসিটি প্রশিক্ষন এবং শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস গ্রহনের ব্যাপারে সক্রিয় ছিলেন।
source : hello barishal