বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
লকডাউন শিথিল করার পরেই বরিশাল নগরীতে যানজটের মাত্রা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। দীর্ঘদিন ব্যস্ততম সড়কগুলোতে লোকজন তেমন দেখা না গেলেও এখন উপচে পরা ভীর লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। চকবাজার, বাজার রোড, সদর রোড সহ বেশ কয়েকটি সড়কে যানজট লক্ষ্য করা গেছে। লকডাউন উপেক্ষা করে মানুষের এমন চলাচল করোনা ঝুঁকি বাড়াতে বলে দাবী করছেন অনেকেই। এতে সংক্রমনের মাত্রা আরো বাড়বে এবং মৃত্যুর সংখ্যা বাড়ারও সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা গেছে, প্রয়োজন ছাড়াও প্রচুর মানুষ রাস্তায় বের হচ্ছে। যেটা অসচেতনতা ছাড়া কিছু নয়।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, মানুষকে সচেতনতা করতে জেলা প্রশাসন কাজ করছে। তাছাড়া ভ্রাম্যমান আদালতের অভিযানও অব্যাহত রয়েছে।