বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
১০ মে থেকে বরিশালে দোকান পাট ও শপিং মলগুলো খুললেও লকডাউন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঈদকে সামনে রেখে দোকানপাট খুললেও লকডাউনের বিধি নিষেধ তেমনই থাকবে। শপিং মলগুলো ও দোকান পাটে স্বাস্থ্য বিধি না মেনে বেচা কেনা চললে তা বন্ধ করে দেওয়ারও হুশিয়ারি দিয়েছেন তিনি।
এছাড়া বরিশাল জেলার উপজেলাগুলোতে বাইরের জেলা থেকে যাতে কেউ ঢুকতে না পারে বা কেউ যাতে বের হত্নো পারে সে বিষয়টিও পূর্বের মত নজরদারি থাকবে।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খানও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, দোকানপাট খুললেও নগরীতে যাতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না ছড়াতে পারে তাই চেকপোস্ট জোড়দার অবস্থায় থাকবে। বাইরে থেকে কেউ আসতে পারবে না নগরীতে আবার কেউ যেতেও পারবে না। তাছাড়া দোকানপাটগুলোতে আমরা নজরদারি বৃদ্ধি করবো। স্বাস্থ্য বিধি না মানলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।