শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম নেওয়ায় বরিশালের বিভিন্ন উপজেলায় ২৬ জনকে দন্ড দেয়া হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, করোনা ভাইরাস কে পূজি করে পন্যের অতিরিক্ত দাম নেওয়ায় বাকেরগঞ্জে ৪ ব্যবসায়িকে ৮০ হাজার ও ৫দিন জেল।
টরকী বাজার,ও গৌরনদী বন্দর এলাকায় করোনা ভাইরাস কে পূজি করে অতিরিক্ত দাম নেওয়ায় মোবাইল কোর্টে ০২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির প্রকাশ্যে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে৷
উজিরপুর উপজেলার ঈদগাহ বাজার, ধামুরা এবং ইচলাদি বাজারে উদ্ভূত পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণতি বিশ্বাস। এ সময় ৫ জন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মুলাদী উপজেলায় মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে৷ উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।
বাবুগঞ্জ উপজেলায় বাবুগঞ্জ বাজার ও রহমতপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত জাহান খান। মূল্য তালিকা প্রদর্শন না করায়, পেয়াজের মূল্য বেশি নেওয়ায় এবং পাটের ব্যাগ ব্যবহার না করায় ৭ দোকানে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ বাবুগঞ্জ এবং এয়ারপোর্ট থানা পুলিশ এক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করে৷
আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী রওশন ইসলাম । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন ধারায় তিনজন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং সকলকে সচেতন হওয়ার জন্য সতর্ক করা হয় বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।