রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ :
বরিশালের উজিরপুরে ভেজাল ওষুধ বিক্রির দায়ে রাজেন কবিরাজ (৩২) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার এ দণ্ড দেন। রাজেন মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান গ্রামের বিরেন কবিরাজের ছেলে।
এর আগে, দণ্ডপ্রাপ্ত রাজেন দুপুরে উজিরপুর বন্দরের মির্জা মেডিকেল হলে নামিদামি কোম্পানির নামে ওষুধ বিক্রি করতে এসে স্থানীয়দের হাতে আটক হন। পরে তার সঙ্গে থাকা ওষুধ উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেলে পরীক্ষা করা হলে নকল বলে প্রমাণিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।