শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পটুয়াখলাীতে (DNC) এর অভিযানে মাদকসহ নিশা নামের ১ মাদককারবারি গ্রেপ্তার বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩ নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার স্কুল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন
বরিশালে প্রতারক চক্রের রেস্টুরেন্ট মিশন !

বরিশালে প্রতারক চক্রের রেস্টুরেন্ট মিশন !

Sharing is caring!

বরিশালে একদল প্রতারক চক্র নেমেছে কয়েকটি রেস্টুরেন্ট টার্গেট করে সেই মালিকদের জিম্মি করে অর্থ আদায়ের মিশনে। সর্বশেষ ২১ শে ফেব্রুয়ারি রাতে নগরীর নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। কখনো পুলিশ আবার কখনো ছাত্রলীগ নেতা পরিচয়ে খাবারে সমস্যা দেখিয়ে জিম্মি করে চাঁদা নেয়ার ঘটনা ঘটেছে। তবে এদের নাম বলতে পারেনি কেউ। কিন্তু প্রতিবেদককে অভিযোগকারীরা তাদের ছবি দিয়েছে।

নগরীর নতুন বাজারের নিউ ডায়মন্ড রেস্তোরার মালিক মোঃ আব্দুল জলিল অভিযোগ করে বলেন, আমার দোকানে এই নিয়ে ৬ বার এসেছে একটি প্রতারক গ্রুপ। আমি বুঝতে পেরেও মান সম্মানের ভয়ে তাদের চাঁদা দিয়েছি। সর্বশেষ ২১ শে ফেব্রুয়ারি রাতে চাঁদা নেয় ওই চক্রটি। অভিনব কৌশল এদের। এরা ফুড পান্ডা এ্যাপস’র মাধ্যমে সেদিন ১০টি মিষ্টি অর্ডার করেছিলো। ফুড পান্ডার কর্মীরা ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ পরে আমার দোকানে এসে এরা অভিযোগ করে মিষ্টি টক লাগছে এবং ১টি মিষ্টি কম দেওয়া হয়েছে। পূর্বের দিনগুলোর মত তারা আবার আমার কাছে চাঁদা দাবী করে এবং তা না দিলে ঝামেলা করবে ও তাদের সাথে প্রশাসনের সখ্যতা রয়েছে বলে জানায়। আমি ঝামেলা না বাড়িয়ে টাকা দিয়ে দেই। এর আগে তারা একই ভাবে আমার দোকানে ৫ বার এসে প্রায় ৮ হাজার টাকা নিয়েছে। যে অর্ডারগুলো ফুড পান্ডার মাধ্যমে দেওয়া হয়। আমার কথা হচ্ছে তারা ফুড পান্ডাকে অর্ডার করেছে আমাদের কাছ থেকে ডিরেক্ট নেয়নি। তাহলে তারা তো ফুড পান্ডাকে জিজ্ঞাসা করবে, কিন্তু তা না করে তারা আমার দোকানে এসে ঝামেলা করছে।

এদিকে এই অভিযোগ শুধু এই রেস্টুরেন্ট মালিকেরই নয় অভিযোগ রয়েছে আরো কয়েকজনের।

নতুন বাজার এলাকার আরেক রেস্টুরেন্ট মালিক জানান, এরা পরিচয় দিয়েছিলো বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের আবাসিক ছাত্র এবং তারা ছাত্রলীগ করে। পরে আরেকদিন এসে পরিচয় দেয় তাদের সাথে পুলিশ-প্রশাসনের ব্যাপক সখ্যতা রয়েছে। এরকমভাবে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে এই চক্রটি। ৬/৭ জনের এই চক্রটির কথাই বলছে অন্য কয়েকটি রেস্টুরেন্ট মালিক।

রেস্টুরেন্ট মালিকরা জানান, উপরের ছবিটিতে যে ছেলেটি গোল চিহ্নিত রয়েছে সেই ছেলেটিই প্রতিবার আসে এবং অর্থ আদায় করে জিম্মি করে।

বিষয়টি নিয়ে বিএম কলেজ ছাত্রলীগের কয়েকজনকে জিজ্ঞাসা করা হলে এবং ছবি দেখানো হলেও তারা কাউকে চেনেন না বলে জানান।

Source: Tanmoy Tapu

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD