বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জমির বায়না টাকা নিয়ে বিপাকে পড়ে কুয়াকাটায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন কুয়াকাটায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস কলাপাড়ায় ২ লাখ মিটার কারেন্ট জালসহ ১৩শ’ পিচ চায়না দুয়ারী জাল জব্দ বরিশালে ওয়াদা সংস্থার আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধপান কর্ণার স্থাপন বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা আজ মোদীর টুপির নিচে লুকিয়ে আছেন/ জয়নুল আবেদীন কলাপাড়ায় যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম \ গ্রেফতার ২ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ’ ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল ‎বরিশালে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন ‎ কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল আমীর খসরু: বলেছেন, আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আহবায়ক সজল, সদস্য সচিব কালা।।কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
বরিশালে প্রতারক চক্রের রেস্টুরেন্ট মিশন !

বরিশালে প্রতারক চক্রের রেস্টুরেন্ট মিশন !

Sharing is caring!

বরিশালে একদল প্রতারক চক্র নেমেছে কয়েকটি রেস্টুরেন্ট টার্গেট করে সেই মালিকদের জিম্মি করে অর্থ আদায়ের মিশনে। সর্বশেষ ২১ শে ফেব্রুয়ারি রাতে নগরীর নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। কখনো পুলিশ আবার কখনো ছাত্রলীগ নেতা পরিচয়ে খাবারে সমস্যা দেখিয়ে জিম্মি করে চাঁদা নেয়ার ঘটনা ঘটেছে। তবে এদের নাম বলতে পারেনি কেউ। কিন্তু প্রতিবেদককে অভিযোগকারীরা তাদের ছবি দিয়েছে।

নগরীর নতুন বাজারের নিউ ডায়মন্ড রেস্তোরার মালিক মোঃ আব্দুল জলিল অভিযোগ করে বলেন, আমার দোকানে এই নিয়ে ৬ বার এসেছে একটি প্রতারক গ্রুপ। আমি বুঝতে পেরেও মান সম্মানের ভয়ে তাদের চাঁদা দিয়েছি। সর্বশেষ ২১ শে ফেব্রুয়ারি রাতে চাঁদা নেয় ওই চক্রটি। অভিনব কৌশল এদের। এরা ফুড পান্ডা এ্যাপস’র মাধ্যমে সেদিন ১০টি মিষ্টি অর্ডার করেছিলো। ফুড পান্ডার কর্মীরা ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ পরে আমার দোকানে এসে এরা অভিযোগ করে মিষ্টি টক লাগছে এবং ১টি মিষ্টি কম দেওয়া হয়েছে। পূর্বের দিনগুলোর মত তারা আবার আমার কাছে চাঁদা দাবী করে এবং তা না দিলে ঝামেলা করবে ও তাদের সাথে প্রশাসনের সখ্যতা রয়েছে বলে জানায়। আমি ঝামেলা না বাড়িয়ে টাকা দিয়ে দেই। এর আগে তারা একই ভাবে আমার দোকানে ৫ বার এসে প্রায় ৮ হাজার টাকা নিয়েছে। যে অর্ডারগুলো ফুড পান্ডার মাধ্যমে দেওয়া হয়। আমার কথা হচ্ছে তারা ফুড পান্ডাকে অর্ডার করেছে আমাদের কাছ থেকে ডিরেক্ট নেয়নি। তাহলে তারা তো ফুড পান্ডাকে জিজ্ঞাসা করবে, কিন্তু তা না করে তারা আমার দোকানে এসে ঝামেলা করছে।

এদিকে এই অভিযোগ শুধু এই রেস্টুরেন্ট মালিকেরই নয় অভিযোগ রয়েছে আরো কয়েকজনের।

নতুন বাজার এলাকার আরেক রেস্টুরেন্ট মালিক জানান, এরা পরিচয় দিয়েছিলো বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের আবাসিক ছাত্র এবং তারা ছাত্রলীগ করে। পরে আরেকদিন এসে পরিচয় দেয় তাদের সাথে পুলিশ-প্রশাসনের ব্যাপক সখ্যতা রয়েছে। এরকমভাবে নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে এই চক্রটি। ৬/৭ জনের এই চক্রটির কথাই বলছে অন্য কয়েকটি রেস্টুরেন্ট মালিক।

রেস্টুরেন্ট মালিকরা জানান, উপরের ছবিটিতে যে ছেলেটি গোল চিহ্নিত রয়েছে সেই ছেলেটিই প্রতিবার আসে এবং অর্থ আদায় করে জিম্মি করে।

বিষয়টি নিয়ে বিএম কলেজ ছাত্রলীগের কয়েকজনকে জিজ্ঞাসা করা হলে এবং ছবি দেখানো হলেও তারা কাউকে চেনেন না বলে জানান।

Source: Tanmoy Tapu

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD