শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যানার টানানো নিয়ে হুলস্থুল কান্ড দেখা গেছে বরিশাল জেলা প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতাদের মধ্যে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে বাকবিতন্ডাও হয়। একপর্যায়ে জেলা প্রশাসন থেকে টানানো ব্যানার শহিদ মিনার থেকে নামিয়ে ফেলে সমন্বয় পরিষদের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত সারে ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ তাদের ব্যানারে অনুষ্ঠান পরিচালনা করে আসছিলো। কিন্তু রাত ১০টার দিকে হঠাৎ করে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নামিয়ে সেখানে বরিশাল জেলা প্রশাসনের একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। বিষয়টি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নজরে আসলে বিষয়টি নিয়ে তুঘলকি কান্ড শুরু হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বেশ কিছুক্ষণ সময় বাকবিতন্ডায় সংস্কৃতি কর্মীদের। একপর্যায়ে সমন্বয় পরিষদের নেতাকর্মীরা জেলা প্রশাসনের টানানো ব্যানার সরিয়ে ফেলে শহিদ মিনার থেকে।