শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
বরগুনার তালতলী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১টার দিকে অভিনব কায়দায় পাকা বাসার ভিতরে ঢুকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে জখম করে।
জানা গেছে, উপজেলা শহরের কলাবাগান এলাকার বাসিন্দা তালতলী সরকারি কলেজের হিসার বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবদুর রহমানকে তার নিজ বাসায় প্রতিদিনের মত ঘুমিয়ে ছিলেন। বাসার ভিতরের সকল রুমের দরজা খোলা থাকায় হঠাৎ রাত আনুমানিক ১টার দিকে কালো কাপড়ে মুখ ঢাকা একদল দুর্বৃত্তরা অভিনব কায়দায় পাকা বাসার ভিতরে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে জখম করে। এ সময় তার বাসায় একমাত্র স্ত্রী ছিল। একই ভবনের পার্শ্বের রুমে অন্য লোকজন থাকায় দুর্বৃত্তরা ওই ভবনসহ আশপাশের সকল বাসার বাইরের ছিটকানিগুলো আটকিয়ে চলে যায়। যার কারনে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে অনেক দেরী হয়। পরে লোকজন এসে আবদুর রহমানকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাতেই বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।
আবদুর রহমানের সাথে থাকা স্ত্রী মোসাঃ মাহফুজা জানান, দুর্বৃত্তরা অভিনব কায়দায় বাসার ভিতরে ঢুকে অধ্যাপককে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কোপাতে থাকে। দুর্বৃত্তদের হামলায় অধ্যাপক খাটের নীচে পরে গেলে দুর্বৃত্তরা চলে যায়। তার মাথায় ও কানে প্রায় ৮টি কোপের আঘাত রয়েছে। তবে দরজা আটকানো বাসার ভিতরে কিভাবে প্রবেশ করেছে তা বলতে পারেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
তালতলী থানার ওসি তদন্ত মো. ফরিদ উদ্দিন জানান, এ বিষয় কোন অভিযোগ পাইনি। তবে ঘটনা শুনে তৎপর রয়েছি। দুর্বৃত্তদের ধরার জন্য চেষ্টা চলছে।
বিচারের দাবীতে মানববন্ধনঃ সহকারি অধ্যাপক আবদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার প্রতিবাদে রবিবার দক্ষিণ সদর রোডের কমডেকা টাওয়ার সংলগ্ন এলাকায় দুপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে তালতলী সরকারি কলেজ এবং তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সহস্রাধিক লোক অংশ গ্রহন করেন। মানববন্ধনে কলেজ অধ্যক্ষ রবীন্দ্রনাথ হাওলাদার, প্রতিষ্ঠাতা একেএম কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ হারুন-অর-রশীদ খান ও সাবেক সহকারি অধ্যাপক এমএ জব্বার তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা আবদুর রহমান স্যারের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।