শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
স্ত্রীকে খুন করে, তার মাথা কেটে হাতে নিয়ে তিনি হাঁটছিলেন। ঝরঝর করে ঝরছিল তাজা রক্ত। থানায় যাচ্ছিলেন। তবে রাস্তার মাঝখানেই পুলিশ তাকে আটক করেছে।
শনিবার ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জাহাঙ্গিরাবাদে এমন ঘটনা ঘটেছে। স্ত্রীকে খুন করে মাথা কেটে থানার দিকে হাঁটা ওই যুবকের নাম অখিলেশ রাওয়াত (২৮)।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অখিলেশ রাওয়াতের স্ত্রীও ওই এলাকারই বাসিন্দা। গত আড়াই মাস আগেই অখিলেশ-রঞ্জনার সদ্যজাত কন্যা সন্তানের মৃত্যু হয়। তারপর থেকে বাপের বাড়িতে থাকলেও চারদিন আগেই বাড়ি ফিরেছিল তার স্ত্রী রঞ্জনা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার কারণেই এই খুন বলে মনে করছে পুলিশ।
অখিলেশ রাওয়াতের বিরুদ্ধে মামলা করেছেন তার শ্বরশুরবাড়ির লোকজন।