বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বের করা মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার সকালে জেলা ছাত্রদলের বের করা একটি মিছিল নগরীর সদর রোডের গীর্জা মহল্লার মোড়ে আসলে পুলিশ তাতে বাধা দেয়।
ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে মিছিলটি পন্ড হয়ে যায়। এসময় পুলিশ সদস্যরা ছাত্রদলের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে বলে ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুল আহসান অভিযোগ করেন।
পরে দলীয় কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজিত অনুষ্ঠানে কামরুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তারেক আল ইমরান, মোঃ আলাউদ্দিন মৃধা, আরজু মৃধা প্রমূখ।
অপরদিকে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠুর সভাপতিত্বে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।