বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
বরিশালে হিজড়ে জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, হিজড়েদের জীবন মান উন্নয়নে তাদের নিজেদের ভূমিকা রাখতে হবে। চাকুরি করে আত্মনির্ভরশীল হওয়ার মনোভাব তৈরী করতে হবে। চেয়ে পুরে খাওয়ার থেকে নিজে আয় করে খাওয়ার মধ্যে যে আত্মতৃপ্তি রয়েছে তা তাদের উপলব্ধি করা প্রয়োজন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রশিক্ষন প্রাপ্ত হিজড়াদের জন প্রতি নগদ ২০হাজার টাকা এবং কম্বল দেন।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যান অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহপার পারভীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার সহ কর্মকর্তা-কর্মচারিরা সহ হিজড়া সম্প্রদায়ের ব্যক্তিরা।