শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ ও ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একে একে ৩০টি ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পার্ঘ করেন।
জানা গেছে সকালে মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর তারা টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে দোয়া মোনাজাতে অংশ নেন। দোয়া মোনাজাত শেষে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর পর্যায়ক্রমে ১ থেকে ৩০ টি ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পন করেন।
মূলত জাতির জনকের কবর জিয়ারতের মধ্যদিয়ে নবনির্বাচিত বরিশাল মহানগর আওয়ামী লীগ ও ৩০ টি ওয়ার্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
উল্লেখ্য গত ৮ ডিসেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে একেএম জাহাঙ্গিরকে সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে ১২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলনে মহানগরীর ৩০ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়।